Support

Home Learn English

অল্প সময়ে ইংরেজি শিখার কৌশল (ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি শিখুন)

english speakingযুগটাই এখন এমন, ইংরেজি ছাড়া কোন কিছু চিন্তাও করা যায় না। কি চাকরি, কি পড়াশোনা সব জায়গায়ই ইংরেজিতে দক্ষতা এখন প্রাথমিক চাহিদা। দক্ষতা বিভিন্ন রকমের হতে পারে। তাদের ভিতরে ইংরেজিতে বলার দক্ষতা এখন সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন দক্ষতা।


বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ভালো চাকরি পেতে গেলে ভালো ইংরেজি বলতে পারার কোন বিকল্প নেই। এমনও দেখা গেছে, সবরকম যোগ্যতা থাকা স্বত্বেও শুধুমাত্র ইংরেজিতে সাবলীলভাবে কথা না বলতে পারার জন্য অনেকেরই বহুজাতিক কোম্পানিতে চাকরি হয় না। সময় এসেছে এখন সামনে এগিয়ে যাওয়ার, নিজের দক্ষতা বাড়ানোর।


কীভাবে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলবেন? নীচের টিপসগুলো অনুসরণ করুনঃ

ভিডিও টা দেখুন আপনি অব্যশই শিখতে পারবেন ইনশাল্লাহ,,,,,


নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যান। আপনিই জয়ী হবেন।



Baca juga :

No comments:

Post a Comment

to Top